সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ০৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। মঙ্গলবার বেশি রাতে এই খবর জানায় বিসিসিআই। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ফিট করে তোলার চেষ্টা চলছিল। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। কিন্তু তার আগে ফিট হতে পারলেন না বুমরা। যার ফলে তারকা পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না। তাঁর জায়গায় ১৫ জনের দলে সুযোগ পেলেন হর্ষিত রানা। দলে আরও একটি চমক রয়েছে। বাদ দেওয়া হল যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, 'কোমরের চোটের জন্য জোরে বোলার যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। বুমরার পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়েসওয়ালের জায়গায় তাঁকে নেওয়া হয়।' বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টে কোমরে চোট পান বুমরা। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। তাঁকে পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। সেই থেকেই তারকা পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়। কিন্তু তাঁকে ফিট করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হতে পারলেন না বুমরা। তাঁর জায়গায় সুযোগ পেলেন হর্ষিত রানা। ১৫ জনের দলের জন্য মহম্মদ সিরাজের নাম বিবেচনা করা হয়নি।
দলে আরও একটি বড় চমক রয়েছে। চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয় যশস্বী জয়েসওয়ালকে। তাঁর জায়গায় সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দু'জনের হাতেখড়ি হয়। টি-২০ সিরিজে সাফল্যের ভিত্তিতে বরুণকে দলে নেওয়া হল। কেকেআরের রহস্য স্পিনারকে যে নেওয়া হতে পারে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু একজন ব্যাটারের জায়গায় নেওয়া হবে ভাবা যায়নি। তিনজন নন ট্রাভেলিং সাবস্টিটিউটের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছেন যশস্বী জয়েসওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। কেউ চোট পেলে এদের মধ্যে থেকে কাউকে ডাকা হতে পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
নানান খবর
নানান খবর

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

রোহিতকে রানে ফিরিয়ে শত্রু শিবিরে যোগ দিলেন তিনি, হিটম্যান তাঁকেই জানালেন ধন্যবাদ

ভালভার্দের গোলার মতো শট, আর্সেনাল ধাক্কা কাটিয়ে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় রিয়ালের

'প্রাণ হারানোর ভয়ে চলে এসেছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি বাংলাদেশের প্রাক্তন কোচের

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি